দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২১ মে ২০২২
ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুর ২টায় উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নের আতারবাজার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ এলাকার খলিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে আলতাফ হোসেন বাড়ির পাশের মাঠে গরু আনতে যায়। ওই সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।