সিরাজগঞ্জে ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৮ মে ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও এক হাজার ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) দুপুরে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিক সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার আই আই এলাকার গোবিন্দ সিংয়ের ছেলে শ্রী নিমাই সিং (৪৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।

মোস্তাফিজুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ নিমাই সিংকে আটক করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে একই মহাসড়কের ধোপাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়েছে।

পারভেজ আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।