আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে মুরগির খামারে বিদ্যুতায়িত তারের বেড়া স্পর্শ করে জান্নাতি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার জিল্লুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু তালেব নিজের বাড়িতে মুরগির খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ভোরে জান্নাতি আম কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ঘটনার পর থেকে খামার মালিক পলাতক।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তালেব হোসেন জানান, মুরগির খামারের বিদ্যুতায়িত তারে জড়িয়ে একটি শিশু মারা গেছে। তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে খামার মালিক ফোনে তাকে জানান।
তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খামারের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/জিকেএস