বাড়ি থেকে বেরোনোর চারদিনেও খোঁজ মেলেনি কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:১২ এএম, ০৪ জুন ২০২২
নিখোঁজ কলেজছাত্র রুবেল হোসেন

পাবনার ভাঙ্গুড়ায় এক কলেজছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম রুবেল হোসেন (১৭) । সে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙাজোলা গ্রামের আব্দুস সালামের ছেলে ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ কলেজছাত্রের স্বজনরা জানান, রুবেল গত মঙ্গলবার (৩১ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিন রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

রুবেলের বাবা আব্দুল সালাম বলেন, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ছেলেটার আর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে অভিমান করে থাকবে। সব আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও ওকে পাওয়া যাচ্ছে না।

ছেলের কথা ভেবে তিনিসহ পরিবারের লোকজন চিন্তিত বলে জানান সালাম।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ফয়সাল বিন আহসান জানান, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি এ বিষয়ে খোঁজ-খবর নেবেন বলেও জানান।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।