ভৈরবে অটোচালকের মরদেহ উদ্ধার
হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি
কিশোরগঞ্জের ভৈরবে সোহেল (২৬) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহেল শহরের চন্ডিবের এলাকার আজগর আলীর ছেলে।
নিহতের ভাই মোরশেদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে অটো নিয়ে বের হন সোহেল। সারারাত সে বাসায় আসেনি। বেলা ১১টার দিকে আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, সোহেল দেড় মাস আগে জেল থেকে বের হয়। তিনি নিয়মিত নেশা করতেন। তাকে কী কারণে কারা হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে গাজীরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/এমএস