ইউপি সদস্যকে মারধরের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৩ জুন ২০২২
ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে করে মামলা হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে ৫নং ওয়ার্ড সদস্য মো. সেলিম তালুকদার বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- ওই ইউপি চেয়ারম্যানের ছেলে গোলাপ বিশ্বাস, মন্তলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক বিশ্বাস ও তার ভাই মারুফ বিশ্বাস এবং একই এলাকার জামাল বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। তাছাড়া বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় কার্যক্রম চলছে। সাধারণ মানুষ অতিরিক্ত ট্যাক্স আদায়ের বিষয়টি ইউপি সদস্যদের জানান।

পরে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেনের কাছে ইউপি সদস্যরা একটি মৌখিক অভিযোগ করেন। রোববার বিকেলে ইউপি কার্যালয়ে সদস্যরা সমন্বয় সভায় অংশ নেওয়ার জন্য গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাসের নির্দেশে আসামিরা সেলিমকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস বলেন, বিরোধী চক্রের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে সেলিম আমার ওপর অতর্কিত হামলার চেষ্টা চালায়। এসময় আমার লোকজন তাতে বাঁধা দেয়। থানায় দায়ের করা সেলিমের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, সোমবার সকালে ইউপি সদস্য সেলিম তালুকদার বাদী হয়ে কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এইচ এম কামাল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।