মদনে ভাইসচেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম
নেত্রকোনার মদন উপজেলা ভাইসচেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়েছে। উপজেলার ৪৫টি কেন্দ্রে ভোট চলছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে নেই নির্বাচনের আমেজ। ভোটকেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি না।
বুধবার সকাল ৯টা থেকে এই উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ায় কেন্দ্রগুলোতে অলস সময় পার করছেন দায়িত্বশীল কর্মীরা। ভোটার না আসায় নিজেদের মধ্যে গল্প করে সময় পার করছেন তারা। কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার কাপাসাটিয়া গ্রামের ভোটার কায়েস উদ্দিন বলেন, আজকে সকালে জানতে পারলাম মদন উপজেলায় নির্বাচন হচ্ছে। কী নির্বাচন, কারা নির্বাচন করছে এসব কিছুই জানি না। তাই ভোট দিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই।
দুপুর দেড়টার দিকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা সানোয়ার হোসাইন বলেন, এই কেন্দ্রে প্রায় ২ হাজারের মতো ভোটার রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫০ জনের মতো ভোট দিয়েছেন। ভোটারদের তেমন উপস্থিতি নেই।

মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী বলেন, আমার কেন্দ্রে প্রায় ৪ হাজারের মতো ভোটার রয়েছে। কিন্তু ভোটারদের তেমন উপস্থিতি দেখছি না। দুপুর ১২টা পর্যন্ত ৩০০ জনের মতো ভোটার ভোট দিয়েছেন।
উপ-নির্বাচনে মদন উপজেলা ভাইসচেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মদন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন উজ্জ্বল, মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হারেছের ছেলে এম এ সোহাগ, নাজিম উদ্দিন খান ও মুফতি আনোয়ার হোসাইন।
এর আগে ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা তাঁতি লীগের সভাপতি তোফায়েল আহমেদ জয় লাভ করেন। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। এতে উপজেলা ভাইসচেয়ারম্যান পদটি শূন্য হয়। আর সেই পদ পূরণের জন্য বুধবার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অফিসের তথ্য মতে, এই উপ-নির্বাচনে উপজেলার ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৭ জন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটারদের উপস্থিতি কম।
ছবি আছে: কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ছবি,বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ছবি।
এইচ এম কামাল/এমআরআর/জিকেএস