নেত্রকোনায় মাটি খুঁড়তে বেরিয়ে আসছে তেলজাতীয় পদার্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৬ জুন ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কাচারি মোড় এলাকার বাসিন্দা মোজাম্মেল হক। তার বাসার পাশে বিদ্যুতের খুঁটি পোঁতা হচ্ছে। ওই গর্ত থেকে অনবরত বের হচ্ছে জ্বালানি তেলের মতো কালো তরল দ্রব্য। এমন খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দুর্গাপুর পৌর শহরের কাচারি রোড এলাকায় গড়ে উঠছে বহুতল ভবন। এসব ভবনে বিদ্যুতের খুঁটি পোঁতাসহ পাইলিংয়ের জন্য গাড়তে হচ্ছে লোহার পাইপ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মোজাম্মেল হকের ভবনের জন্য বিদ্যুতের খুঁটি গাড়তে যান মিস্ত্রি শফিকুল ইসলাম। খুঁটি পাঁচ ফুট গভীরে যেতেই ঘন-কালো ডিজেলের মতো তেল বের হতে থাকে।

দুর্গাপুরে গর্ত থেকে বের হচ্ছে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ

মগে করে কিছু পরিমাণ তরল পদার্থ উঠিয়ে আগুন জ্বালানো হয়। এতে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। গর্ত থেকে জ্বালানি পদার্থ উঠছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে উৎসুক জনতা ছুটে আসেন। কেউ কেউ প্লাস্টিকের বালতি, মগ ও কলস নিয়ে সংগ্রহ করতে থাকেন ওই পদার্থ।

দুর্গাপুরে গর্ত থেকে বের হচ্ছে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ

স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারী নুরুজ্জামান বলেন, ‘এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানি তেল। হয়তো ডিজেলকে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো।’

দুর্গাপুরে গর্ত থেকে বের হচ্ছে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। যদি সত্যিই এখানে কোনো তেলের সন্ধান পাওয়া যায়, তবে এটি রাষ্ট্রীয় সম্পদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।