বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৮ জুন ২০২২
বন্যার পানিতে ডুবে মারা যাওয়া যুবক আক্কাস আলী

নেত্রকোনার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ যুবক মো. আক্কাস আলীর (২৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজের ২২ ঘণ্টা পর শনিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আক্কাস দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বন্যার পানিতে আক্কাস আলীর আত্মীয় আবদুল বারেকের বাড়ি ভেসে যায়। এ খবর পেয়ে বিকেল ৪টার দিকে আক্কাস লোকজন নিয়ে চণ্ডীগড় ইউনিয়নের তেলাচি গ্রামে আবদুল বারেকের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে আক্কাসসহ তার সঙ্গে থাকা তিনজন পানিতে ডুবে যান। তিনজন সাঁতারে উঁচুস্থানে উঠতে পরলেও আক্কাস নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শনিবার সকাল ১০টা থেকে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আক্কাস আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এইচ এম কামাল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।