দীঘিনালায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২১ জুন ২০২২

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মানুষ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে দীঘিনালার কমপক্ষে এক হাজার মানুষ। পানিবন্দি এসব মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

সোমবার (২০ জুন) বিকেলে দীঘিনালার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের বেবি টাইগার্স-৪ বেঙ্গলের উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ (পিএসসি)।

খাদ্য সামগ্রী বিতরণকালে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী দীঘিনালার মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় বন্যায় পানিবন্দি মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।

jagonews24

খাদ্য সহায়তা হিসেবে দীঘানালার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, বিস্কিট ও পানি বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের বেবি টাইগার্স ৪ বেঙ্গলের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মজিদ।

খাগড়াছড়ি জেলা শহর ও দীঘিনালার মাইনি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। মেরুং ইউনিয়নের চিটাগাংপাড়াসহ অন্তত ৫০টি বসতঘরে পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত লোকজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ আত্নীয়-স্বজনের বাসায়। একইসঙ্গে পানিতে তলিয়ে গেছে মেরুং বাজারের শতাধিক দোকান।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।