২৩ ঘণ্টা পর তেলবাহী ট্রেনের ইঞ্জিন উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২১ জুন ২০২২
এখনো উদ্ধার হয়নি উল্টে যাওয়া তেলভর্তি বগি

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ইঞ্জিন দীর্ঘ ২৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি তেলবাহী বগিটি।

দুটি রিলিভ ট্রেন এনে মঙ্গলবার (২১ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার।

jagonews24

তিনি বলেন, সোমবার রাত ২টার পর থেকে উদ্ধার কাজ চালানো হয়। ঢাকা ও আখাউড়া থেকে দুটি রিলিভ ট্রেন এনে লুপ লাইন থেকে পড়ে যাওয়া তেলবাহী ট্রেনের ইঞ্জিন মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে লাইনে ওঠানো হয়েছে। এর আগে লাইনচ্যুত তেলবাহী দুই নম্বর বগিটি উদ্ধার করা হয়। তবে পড়ে যাওয়া তেলভর্তি এক বগি উদ্ধার সম্ভব হয়নি। বগিটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।

রেলওয়ে মির্জাপুর স্টেশন সূত্র জানায়, জয়দেবপুর-বঙ্গবন্ধু রেললাইনের মির্জাপুরে লাইনচ্যুত হয়ে তেলবাহী ট্রেনের (৯৮১ নম্বর) ইঞ্জিন ও এক নম্বর বগি লাইনচ্যুত হয়ে ঢালুতে উল্টে পড়ে। এছাড়া রেলের দ্বিতীয় বগির দুটি চাকাও লাইনচ্যুত হয়।

jagonews24

সোমবার বিকেলে ৫টা ২০ মিনিটে মির্জাপুর স্টেশনের লুপ লাইনের ট্যাপ পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের এলেম (লোক মাস্টার) ফিরোজ শাহ সুলতান ও এ এলেম (সহকারী লোক মাস্টার) জিয়াউর রহমান ইঞ্জিনের ভেতর আটকা পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর রেললাইনে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

এস এম এরশাদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।