পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়িতে প্রার্থনা-খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২১ জুন ২০২২

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহারের হলরুমে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রসাশনের সহযোগিতায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

jagonews24

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথের ভান্তে।

এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে সদস্য মংসাপ্রু মারমা, রূপায়ন তালুকদার, রিপন সরকার ও শংকর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা অংশ নেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।