খাগড়াছড়িতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৩ জুন ২০২২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রলীগের দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান ও মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন হিমেল।

বুধবার (২২ জুন) রাতে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. শাহিন আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরবর্তী উচ্ছৃঙ্খল আচরণের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের ছেলে।

মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।