বন্ধ হলো ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:০১ এএম, ২৫ জুন ২০২২
ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন বন্ধ করেছে কর্তৃপক্ষ।শুক্রবার (২৪ জুন) রাতে রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৪) দুপুরে ঊর্ধ্বতন-কর্তৃপক্ষ থেকে জানানো হয় ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) সর্বশেষ এই স্টেশন থেকে তিন হাজার ১৮৫ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, গত দুই বছর থেকেই এক টাকা ৩০ পয়সা কেজি দরে ঢাকায় আম পৌঁছে দিচ্ছে ট্রেনটি।

সেই ধারাবাহিগতায় এবারও গত ১৩ জুন রহনপুর রেলস্টেশনে আমের ঝুড়ি উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ট্রেনটি। তবে শুক্রবার সকালে আমরা জানতে পারি ট্রেনটিতে আর আম পরিবহন করা হবে না। তবে কী কারণে আম পরিবহন করা হবে না তা জানায়নি কর্তৃপক্ষ।

সোহান মাহমুদ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।