ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ৩০ জুন ২০২২

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর উত্তর থানার অদূরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় এক পথচারী বৃদ্ধা (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার এক্সপ্রেসওয়ের মেদিনীমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে একটি গাড়ির ধাক্কায় পথচারী ওই নারীর মৃত্যুর সংবাদ পাই। ধারণা করা হচ্ছে, গাড়িটি দ্রুতগতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআই জহিরুল আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ঘাতক গাড়ি বা চালককে আটক করা যায়নি।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।