বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের মাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ৩০ জুন ২০২২
ফাইল ছবি

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাগচী নামে যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেনে আমলী আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। অন্যদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাগচীর ছেলে অজিত বাগচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলেন আসামিরা।

২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও আরেক মেয়ে স্বপ্না। পথে তপুকে জোর করে তুলে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দেন। এসময় ধারালো ছুরি দিয়ে অজিত বাগচী বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ছেলে অপু বিশ্বাসকেও আহত করেন অজিত।

এ ঘটনায় পরদিন মুকসুদপুর থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

মামলার সরকারপক্ষের এপিপি শহিদুজ্জামান খান রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।