২ মিনিটে ৫৯ কাঁঠালের কোয়া খেয়ে হলেন প্রথম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ জুলাই ২০২২

‘কাঁঠালের বহু ব্যবহার, প্রাণ প্রকৃতি সুস্থ করে’—প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় চতুর্থবারের মতো কাঁঠাল উৎসব পালন করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ উৎসব পালন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ কাঁঠাল উৎসবের আয়োজন করে।

কাঁঠাল উৎসবে মাত্র ২ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মচারী বিলকিস বেগম ৫৯টি কাঁঠালের কোয়া খেয়ে প্রথমস্থান, ৪৯টি কোয়া খেয়ে নয়ন রায় দ্বিতীয়স্থান এবং ৪৬টি কোয়া খেয়ে আফিফ তৃতীয়স্থান লাভ করেন।

jagonews24

এ সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবে জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কাঁঠাল উৎসব প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে শেখ আসমা চুমকি এবং মেহেরাব্বিন সানভি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।