গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ জুলাই ২০২২

গোপালগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরন নেছাকে খালাস দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সঙ্গে আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যান।

jagonews24

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহত ব্যক্তির স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকার পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।