আ’লীগের বর্ষীয়ান নেতা মুকুল বোসের মরদেহে শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৫ জুলাই ২০২২
মুকুল বোসকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরবাসী।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মুকুল বোসের মরদেহ মুকসুদপুর সরকারি কলেজ চত্বরে আনা হয়। প্রথমে সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান, নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, শ্যামল বোস, সিরাজুল ইসলাম মিয়া, সাঈদুর রহমান, মো. ছাব্বির খান, জাহিদুর রহমান, মো. হায়দার হোসেন, সমর রায় চৌধুরী মিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

jagonews24

পরে মুকুল বোসের মরদেহ নেওয়া হয় মুকসুদপুরের গোহাল টিসিএল উচ্চ বিদ্যালয়ে। সেখানে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন।

এরপর মুকসুদপুরের মনিয়াজোড়া গ্রামের নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয় মুকুল বোসের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানো শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। মঙ্গলবার ঢাকায় এ নেতার মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

মুকুল বোস (৬৮) হার্ট ও কিডনি জটিলতা নিয়ে গত ২ জুলাই ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মেহেদী হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।