প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৬ জুলাই ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতার কালাম ওরফে কালা মিয়া

নোয়াখালীর সদরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মো. কালাম ওরফে কালা মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালী র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সোনাপুর জিরো পয়েন্টের পাশে মান্নান নগর রোডের আল আকসা রেস্তোরাঁর সামনে থেকে পর্নোগ্রাফি ও ধর্ষণে অভিযুক্ত কালামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর অশ্লীল ভিডিওসহ একটি মোবাইল ফোন, দুটি সিম, একটি মেমোরি, নগদ ৪১৫ টাকা জব্দ করা হয়েছে। পরে মামলা রুজু করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার মো. কালাম প্রকাশ কালা মিয়া নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের আবিদ মিয়ার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে।

jagonews24

র‌্যাব জানায়, সৌদি প্রবাসীর ভুক্তভোগী স্ত্রী (২৬) বাবাবাড়িতে ঘর নির্মাণ করে দুই শিশু সন্তান নিয়ে বসবাস করে আসছেন। কালাম বিয়ের আগ থেকে তাকে প্রেমের প্রস্তাবসহ অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছেন। গত ২৬ জুন রাতে ঘুমানোর আগে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে টয়লেটে গেলে কালাম ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন এবং অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রবাসী ও তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন কালাম।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আসামি কালাম ওরফে কালা মিয়ার বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি ও চাঁদাবাজি আইনে মামলা হয়েছে। তাকে আজই (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।