বরগুনার বেতাগী-কচুয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৬ জুলাই ২০২২

বরগুনার বেতাগী-কচুয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বিষখালী নদীর কচুয়া প্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেরি উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু।

এরমধ্য দিয়ে বরগুনার বেতাগী উপজেলা সঙ্গে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ার যোগাযোগ স্থাপন হয়েছে।

jagonews24

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনের সভাপতিত্বে এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠানসহ ঝালকাঠী, কাঠালিয়া, বরগুনা, বেতাগীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ৩১ মে এ রুটে যানবাহনের টোল নির্ধারণ করা হয়। নির্ধারিত টোল অনুযায়ী ট্রেইলার ২৫০, বড় ট্রাক ২০০, মাঝারি আকারের ট্রাক ১০০, বড় বাস ৯০, মিনি ট্রাক ৭৫, কৃষিকাজে ব্যবহৃত যানবাহন ৬০, মিনিবাস-কোস্টার ৫০, মাইক্রোবাস ৪০, ফোর হুইল যানবাহন ৪০, সিডান কার ২৫, ৩-৪ চাকার মোটরাইজড যান ১০ ও মোটরসাইকেল, সাইকেল, রিকশা, ভ্যান ৫ টাকা হারে টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।