পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৬ জুলাই ২০২২
টোলপ্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে যায়

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। এসময় দুজন আহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুহিন ও আবু সাইদ। পরে দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

jagonews24

মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গাড়িটি টোলপ্লাজার সামনে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুজন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।