ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৮ জুলাই ২০২২
গ্রেফতার দুই আসামী

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে গোপালপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রকি (২৬) ও বাহার উদ্দিন (২২)।

শুক্রবার (৮ জুলাই) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসিবুল বাশার হত্যা মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসী হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা।

পরে বিকেলে তার মরদেহ নিয়ে চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ করে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও এস.এ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।