আজও যানবাহনের চাপ নেই মাওয়া টোলপ্লাজায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৯ জুলাই ২০২২

ঈদযাত্রার শেষ দিন সকালে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ থাকলেও দুপুরে স্বাভাবিক ছিল। শনিবার (৯ জুলাই) দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা এলাকায় গাড়ির চাপ নেই। টোল দিয়ে নির্বিঘ্নে যানবাহন পদ্মা সেতু পার হচ্ছে।

এর আগে সকালে বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় মাওয়া টোলপ্লাজার ২ নম্বর বুথ। এতে সাময়িক বন্ধ রয়েছে ওই বুথ দিয়ে টোল আদায়। দুপুর ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ২ নম্বর বুথে টোল আদায় বন্ধ রয়েছে। ধাক্কা দেওয়া শরীয়তপুর পরিবহনের বাসটি জব্দ করেছে পদ্মা সেতু উত্তর থানায়।

সরেজমিনে দেখা যায়, একটি বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চার বুথে টোল আদায় হচ্ছে। এক্সপ্রেস ওয়ে থেকে সরাসরি গাড়ি আসছে টোলপ্লাজায়। তবে প্রতিনিয়ত যাত্রীবাহী বাস আসছে।

আজও যানবাহনের চাপ নেই মাওয়া টোলপ্লাজায়

পরিবহন সংকট আর অতিরিক্ত ভাড়ার কবলে দক্ষিণবঙ্গের অসংখ্য যাত্রী ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় হচ্ছে বেশি বলে এসব যাত্রীদের অভিযোগ।

আজও যানবাহনের চাপ নেই মাওয়া টোলপ্লাজায়

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, শুক্রবার দক্ষিণবঙ্গগামী মানুষের চাপ ছিল। তবে সফলভাবেই আমরা সে চাপ সামলে দিতে পেরেছি। বিকেল থেকে চাপ কমতে শুরু করে আজও সে ধারা অব্যাহত রয়েছে।

আজও যানবাহনের চাপ নেই মাওয়া টোলপ্লাজায়

টোল বুথের বিষয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই বুথ দিয়ে টোল আদায় বন্ধ। তবে এর কার্যক্রম চলার সক্ষমতা রয়েছে। গাড়ির চাপ বাড়লে ২ নম্বর টোল বুথ খুলে দেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।