হাটের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগকর্মীকে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১২:৫৬ এএম, ১১ জুলাই ২০২২
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী রিফাতুল ইসলাম, ইনসেটে তার ছবি

গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে মো. রিফাতুল ইসলাম (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে।

রোববার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের নিচে এ ঘটনা ঘটে।

এক ছাত্রলীগ নেতা গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা।

আহত ছাত্রলীগকর্মী মো. রিফাতুল ইসলাম সোনাইমুড়ীর মো. সিরাজুল ইসলামের ছেলে। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন।

তাকে প্রথমে বজরা হাসপাতাল ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ে লেগেছে গুলি।

স্থানীয় সূত্র জানায়, সোনাইমুড়ি হাইস্কুল মাঠে কোরবানির গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে সাইফুল, জয়নাল, মিজানুর রহমান শশী, সবুজ, রিধনসহ ৮-১০ জন মদিনা ভবনের নিচে আসেন। এসময় রাসেলের এলোপাতাড়ি গুলিতে ছাত্রলীগ কর্মী রিফাতুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ জাগো নিউজকে বলেন, গরুর হাটের টেন্ডার পেতে দরপত্র দাখিল করেন ছয়জন। পরে তাদের মধ্যে সমন্বয় করে দেওয়ার কথা থাকলেও টাকার ভাগ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সিনিয়ররা বসে সেই সমস্যা মীমাংসা করেছেন। আমিও উপস্থিত ছিলাম ওই বৈঠকে। তবে সংঘর্ষের ঘটনায় উপস্থিত ছিলাম না আমি। এ ব্যাপারে কিছুই জানি না। একটি পক্ষ আমাকে ফাঁসাতে অপপ্রচার চালাচ্ছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।