বিকট শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা, দুই পিকআপ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ জুলাই ২০২২

সাউন্ডবক্সে বিকট শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে দুটি পিকআপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে পিকআপ দুটি জব্দ করা হয়।

পদ্মা সেতু উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, বিকট শব্দে গান বাজাতে বাজাতে সেতুতে উঠছিল দুটি পিকআপ। সেখানে থাকা যাত্রীরা গান বাজিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করায় ট্রাফিক পুলিশ পিকআপ দুটি জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। যানবাহন দুটি বর্তমানে থানায় আছে। তাদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একটি পিকআপে থাকা মো. নোমান নামে এক যুবক বলেন, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। ঈদ উপলক্ষে পদ্মা সেতু দেখার জন্য স্বজনরা মিলে ঘুরতে এসেছি। আনন্দ করার জন্য সাউন্ডবক্স নিয়ে আসছিলাম। আমরা জানতাম না যে সাউন্ডবক্স নিয়ে আসা যাবে না। তাহলে আসতাম না।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।