সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৪ জুলাই ২০২২

ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ মহাসড়কে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের ২২ জেলার মানুষ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর ঘুরে দেখা যায়, শতশত যাত্রী বাসের অপেক্ষায় সড়কের পাশে দাড়িয়ে আছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত গাড়ি করে ঢাকার অভিমুখে যাত্রা করছেন।

একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এর পাশাপাশি বাসে যাত্রীর চাপ থাকায় ঠিকমতো সিট পাওয়া যাচ্ছে না।

jagonews24

কড্ডার মোড় এলাকায় এসআই পরিবহনের কাউন্টারে আবু সুফিয়ান নামে এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দেশের বাড়িতে ঈদ করে ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছি। ঈদের কারণে বাসের টিকিটের মূল্য ১৫০ টাকা বাড়তি দিতে হয়েছে। যা ঈদের আগেও পাওয়া যেত ৩০০ টাকায় এখন সেই টিকিটের মূল দিতে হচ্ছে ৪৫০ টাকা। তবুও আমি টিকিট পেয়েছি। অনেকেই টিকিট না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।

একই স্থানে মনিরুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, দুই ঘণ্টা বসেছিলাম একটা টিকিটের আশায়। যাত্রীর চাপ থাকায় টিকিট পাইনি। ঢাকায় আজই ফিরতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম লোকাল বাসেই যাত্রা করবো।

jagonews24

এসআই পরিবহনের ওই কাউন্টারের স্টাফ আফজাল হোসেন বলেন, ঈদে যাত্রীদের চাপ বেশি থাকে। সিটিং সার্ভিস হওয়ায় সব পরিবহনের সঙ্গে আমাদের বাসের টিকিটের মূল্যও একটু বেশি রাখা হচ্ছে।

এদিকে, জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় সিরাজগঞ্জ মহাসড়কে আজ সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীরও চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে যাতে যানজট না হয় সেদিকে সার্বিক দৃষ্টি রাখছি।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।