সিরাজগঞ্জ মহাসড়কে ২২ কিলোমিটার যানবাহনের ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৫ জুলাই ২০২২

সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি দেখা গেছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহনের চাপ রয়েছে।

এর আগে সকালে একই এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। তবে বিকেলের দিকে কিছুটা কমলেও সন্ধ্যার পর সেটি আবার বাড়তে থাকে।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক জাগো নিউজকে বলেন, মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এটি স্বাভাবিক পর্যায়ে আসবে।

shirajgfang-(3)

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেতুর পশ্চিম পাড় ও তার আশপাশের এলাকায় যানবাহনের বেশি চাপ রয়েছে। আমরা সব সময় কাজ করে যাচ্ছি।

হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেশি থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আমরা এটি নিরসনের জন্যে কাজ করছি।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।