সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৬ জুলাই ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের জেলার তাড়াশ উপজেলার খালকোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর জামালপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আব্দুল আজিজ (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার কাদিমপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মিরাজুল ইসলাম (৩৫)। এরা বাসের যাত্রী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুল পথে গিয়ে একটি দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ট্রাকচালকে স্থানীয় ওহি জেনারেল হাসপাতালের ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য নাটোরে রেফার করে। কিন্তু অ্যাম্বুলেন্সে কিছু দূর যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরও ৯জন আহত হন।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।