মেঘনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে হিমেল (১৫) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।
দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঈদের পর গত দুদিন আগে খালার বাড়িতে বেড়াতে আসে হিমেল। শনিবার দুপুরে তার খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায় সে। হঠাৎ হিমেল নদীর পানিতে তলিয়ে যায়। তার খালাতো ভাই চিৎকার দিলে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে হিমেলকে উদ্ধারের আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। নৌপুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাবে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস