‘প্রতিবন্ধীদের জন্য হচ্ছে কর্মসংস্থান, বাড়বে ভাতা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৬ জুলাই ২০২২
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে সুনাম অর্জন করেছেন। তাই দেশে প্রতিবন্ধীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, প্রতিবন্ধীদের কথা সরকার সব সময় ভাবেন। তাই তাদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে তারা যেমন শান্তিতে থাকতে পারবেন, তেমনি তাদের কর্মসংস্থান হবে। তাদের মাসিক ভাতার পরিমাণও বাড়বে।

শনিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় লালমনিরহাট সরকারি বালিকা শিশু পরিবার চত্বরে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শান্তি নিবাসে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে নারী ও পুরুষরা আশ্রয় পাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শান্তি নিবাসের প্রকল্প পরিচালক সাদিকুল হক, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন।

মো. রবিউল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।