আখাউড়ায় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৭ জুলাই ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খোকন খানের মৃত্যুতে রোববার এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত নোটিশে বন্ধের এ তথ্য জানানো হয়। তবে এদিন বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। খোকন খান আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে খোকন খান ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে যথারীতি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সাতদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।