বরগুনায় বাস-ট্রাক সংঘর্ষে যুবক নিহত
বরগুনার আমতলীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের অন্তত সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ব্রিকফিল্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহন একটি যাত্রীবাহী বাস কুয়াকাটায় যাচ্ছিল। পথে রোববার সকাল সাড়ে ৭টার দিকে আমতলী থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা আট যাত্রী গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী সদর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক বাস ও ট্রাক আটক করে থানায় আনা হয়েছে। তবে চালকরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এসজে/জিকেএস