ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক যুগল আটক, যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৭ জুলাই ২০২২
হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটকের জেরে আমানুল্লাহ (৩৪) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমানুল্লাহ ওই এলাকার হাজি আয়াত আলীর ছেলে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আমানুল্লাহর ছোট ভাই এমদাদ উল্লাহ বলেন, ‘বেলা আড়াইটার দিকে এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে স্থানীয় হাফেজ জয়নালের ছেলে মোহাম্মদ জুনায়েদকে এক মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে এলাকাবাসী। এ সময় তারা জানায়, দুজন প্রেমিক-প্রেমিকা। এলাকার মাতব্বরদের উপস্থিতিতে দুজনকে বুঝিয়ে ছেলেটিকে বাড়িতে চলে যেতে বলা হয় এবং মেয়েটিকে নিরাপদে তার বাড়ি পৌঁছে দিতে আমার বড় ভাই আমানুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়।’

এমদাদ আরও বলেন, ‘মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে আমার ভাই জুনায়েদের বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন। এ সময় জুনায়েদ তার পরিবারের লোকজন নিয়ে আমার ভাইয়ের ওপর পেছন দিক থেকে হামলা করে। রাম দা দিয়ে মাথায় কোপ দিলে ভাই মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাতের পর ফেলে যায়। ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজ নিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।