ওষুধ রেখেও মিথ্যা বলায় জরিমানা গুনলেন ৩ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৯ জুলাই ২০২২

সিরাজগঞ্জে নাপা সিরাপ ও ট্যাবলেট থাকা স্বত্বেও নেই বলায় এক ফার্মেসি মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পৌর শহরের অভিসিনা হসপিটাল গেটের সামনে শাহিন মেডিকেল হলকে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে বলেন, নাপা সিরাপ বা সব ওষুধের দাম বেশি রাখার সংবাদের ভিত্তিতে শাহিন মেডিকেল হলে আমার স্টাফ ক্রেতা সেজে নাপা সিরাপ বা ট্যাবলেট চায়। কিন্তু কোনোটি নেই বলে জানানো হয়। আমি সেখানে গিয়ে নাপা ট্যাবলেট ও সিরাপ উভয়ই পাই। তাই মিথ্যা বলার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।