জামালপুরে পুলিশের মামলায় কারাগারে ছাত্রদলের ১১ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২০ জুলাই ২০২২

জামালপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মীকে আটকের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি কাজে ও পুলিশের কর্তব্যপালনে বাধা প্রদানের অভিযোগে ৩০ ছাত্রদল নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে ১৯ জুলাই এসআই মাসুদ সিকদার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এর আগে সোমবার বিকেলে স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচী থেকে ফেরার সময় জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোসাব্বির মিথুন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খান, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহিম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরান উল্লাহ সৌরভ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিন আহমেদ, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. বাবু, ৩নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. হিরা, ছাত্রদল নেতা মনিরুজ্জামান, রিফাত ও সুমনকে আটক করে সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদেরকে ওই মামলায় জেলহাজতে পাঠান আদালত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জাগো নিউজকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় তাদেরকে পুলিশ ধাওয়া করে। এ সময় ১১ নেতাকে আটক করে পুলিশ। তাদের জেলাহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।