দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২০ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ আরও পাঁচজন।

বুধবার (২০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

আহতরা হলেন, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২), কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২), তার স্ত্রী নূপুর (২২) ও তাদের সন্তান জিলানী (৬)। এরমধ্যে মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।