সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৩১ পিএম, ২০ জুলাই ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা পার হতে গিয়ে বালুবাহী ট্রাকের চাপায় ভানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের পাঙ্গাসী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। ভানু উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জাগো নিউজকে বলেন, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা করেছি। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।