টানা ৯ বছর ওয়ার্ড আ’লীগের সভাপতি একসময়ের যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২০ জুলাই ২০২২
আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন

একসময় যুবদলের ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এখন একই ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আফজাল হোসেন বিএনপি সরকারের ক্ষমতাকালে যুবদলের রাজনীতি করতেন। ২০০৫ সালে অনুমোদিত হোসনাবাদ ইউনিয়ন যুবদলের কমিটির তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে তার নাম। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দল পরিবর্তন করেন তিনি।

২০১৩ সালে গঠন কারা হোসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হন আফজাল। আর সেই থেকে তার নেতৃত্বে চলছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (নান্না) শিকদার জাগো নিউজকে বলেন, ‘২০১৩ সালে কাউন্সিলের সময় হঠাৎ বিএনপি নেতা আফজালের নাম প্রস্তাব করলে রাগে ক্ষোভে নিজেকে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যক্রম থেকে সরিয়ে নিই। এ নিয়ে অনেক ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ থাকলেও উপজেলায় আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করে কমিটিতে ঢুকে পড়েন আফজাল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পদ পাওয়ার পরও বিএনপির হয়েই কাজ করেন আফজাল। ফলে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির কার্যক্রম থেকে দূরে সরে আছেন নেতাকর্মীরা।’

২০০৫ সালের যুবদল ইউনিয়ন কমিটির সদস্য কিসলু মুন্সির জাগো নিউজকে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আফজাল দল পরিবর্তন করেন। বিএনপির রাজনীতিতেও ক্ষমতা লোভেই এসেছিলেন তিনি। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলে ঢুকে প্রভাব বিস্তার করেন।’

এ বিষয়ে জানতে চাইলে আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ২০০৫ সালের কমিটির কাগজে এডিট করে আমার নাম ঢুকিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান জাগো নিউজকে বলেন, ‘২০১৩ সালে জেলা আওয়ামী লীগের এক নেতার সুপারিশে তার নাম ঘোষণা করা হয়। তবে বর্তমানে যে অভিযোগ এসেছে তা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ২০০৫ সালের যুবদলের কমিটির একটি কাগজও আমার কাছে অভিযোগ আকারে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।