সিরাজগঞ্জে বরফ কারখানায় অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৪ জুলাই ২০২২

সিরাজগঞ্জে ভেজাল ও অনুমোদনবিহীন বরফ উৎপাদন করার দায়ে মতিন বরফ মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ জুলাই) দুপুরে জেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও কারখানাটি সিলগালা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

jagonews24

একই সময় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বাজারে উচ্চমূল্যে ফল বিক্রির দায়ে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।