সিরাজগঞ্জে বরফ কারখানায় অভিযান, জরিমানা
সিরাজগঞ্জে ভেজাল ও অনুমোদনবিহীন বরফ উৎপাদন করার দায়ে মতিন বরফ মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ জুলাই) দুপুরে জেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও কারখানাটি সিলগালা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

একই সময় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বাজারে উচ্চমূল্যে ফল বিক্রির দায়ে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
এসআর/এএসএম