জঙ্গলে পড়েছিল গৃহবধূর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৫ জুলাই ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের জঙ্গল থেকে ইয়ারজান খাতুন (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

ইয়ারজান খাতুন তাড়াশ সদরের ভাদাস গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে জয়েনের স্ত্রী ।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়ারজান খাতুন সকালে পার্শ্ববর্তী আড়ংগাইল গ্রামে তার মেয়ের বাড়ি থেকে ভাদাস মহল্লার নিজ বাড়িতে আসেন। বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ের জঙ্গলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।