মদ্যপ অবস্থায় গ্রেফতার, আ’লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:০১ এএম, ২৬ জুলাই ২০২২
শুভেন্দু মোহন চৌধুরী

জামালপুর সদর উপজেলায় মদ্যপ অবস্থায় হাঙ্গামা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শুভেন্দু মোহন চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এমন কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর আওয়ামী লীগ।

সোমবার (২৫ জুলাই) রাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গত রোববার (২৪ জুলাই) রাতে স্থানীয় দয়াময়ী মোড় এলাকায় মদ্যপ অবস্থায় হাঙ্গামা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শুভেন্দু মোহন চৌধুরী। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা হয়েও এমন কাজ করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তার এমন কাজে দলীয় গঠনতন্ত্রের ৪৭(১) ধারা মোতাবেক প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে সাময়িক সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সেইসঙ্গে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার জন্য সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ওই নেতার অব্যাহতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, মদ্যপ অবস্থায় শহরের দয়াময়ী মোড় থেকে তাকে আটক করে মদপানের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ বিষয়টিতে শুনানির কথা রয়েছে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।