সিরাজগঞ্জে ২ সপ্তাহে শুকনা মরিচের কেজিতে বেড়েছে ৭০ টাকা
সিরাজগঞ্জে বেড়েই চলেছে খুচরা ও পাইকারি বাজারে শুকনা মরিচের দাম। গেল দুই সপ্তাহে পণ্যটির কেজিতে দাম বেড়েছে ৭০ টাকা।
আড়ত মালিক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভারতের বাজারে শুকনা মরিচের দাম বাড়তি থাকায় আমদানি কম হচ্ছে। যে কারণে দেশি শুকনা মরিচ দিয়ে চাহিদা পূরণ না হওয়ায় দাম বাড়ছে।
বুধবার (২৭ জুলাই) সিরাজগঞ্জের বড় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শুকনা মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এই মরিচই বিক্রি হয়েছে ৩৫০ টাকা দরে। সেই হিসাবে কেজিতে ৭০ টাকা টাকা বেড়ে গেছে দাম। আর এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুকনা মরিচের খুচরা বিক্রেতা আফছার আলী বলেন, বর্তমানে শুকনা মরিচের বাজারে আগুন ধরেছে। ঈদের আগে শুকনা মরিচের প্রতি কেজি ছিল ৩৫০ টাকা। আর এখন সেই মরিচ খোলা বাজারে খুচরা বিক্রি করছি ৪০০-৪২০ টাকায়। মরিচের দাম বাড়তি অব্যাহত আছে।

তিনি আরও বলেন, শুকনা মরিচের দাম বাড়লেও পেঁয়াজ, আদা, রসুনসহ অন্য পণ্যের দাম খুব একটা বাড়েনি। তবে চিনির দাম বাড়ছে। এক সপ্তাহে চিনির বস্তাপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
মরিচের পাইকারি বিক্রেতা আব্দুল করিম বলেন, শুকনা মরিচের দাম বেড়েছে। এর পেছনে অন্যতম কারণ হলো ভারতের বাজারে শুকনা মরিচের দাম বেড়েছে। যার কারণে এদেশের পাইকাররা শুকনা মরিচ কম আমদানি করছে। তাই দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখন বেশিরভাগ দেশি শুকনা মরিচ মোকাম থেকে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি। ভারতের শুকনা মরিচ আমদানি শুরু হলে আবার দাম কিছুটা হলেও কমে যাবে।
এমআরআর/এএসএম