দেওয়ানগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর জয়

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারিন হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারিন হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৭৩২ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪৫২ ভোট। এছা্ড়া বিএনপি মনোনীত সাদেক আকতার নিয়াজি ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩১২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩৪৮ ভোট।
প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকেন্দ্রে ৯টি ওয়ার্ডে ১২ ভোটকেন্দ্রে সর্বমোট ৩২ হাজার ২১৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মো. নাসিম উদ্দিন/এএইচ/জিকেএস