অন্যের ছাগল জবাই, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৮ জুলাই ২০২২
গ্রেফতার আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজন

পটুয়াখালীর দুমকিতে অন্যের ছাগল জবাই করার অপরাধে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রেজাউল করিম রাজন (৫০) উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবু গাজী তার বাড়ির পশ্চিম পাশে নিজ জমি মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজন ওই বাঁধ কাটতে যান। তখন আবু গাজী এতে বাধা দিলে রাজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় রাজন তার হাতে থাকা দা দিয়ে আবুকে খুনের হুমকি দিয়ে চলে যান।

বুধবার বিকেলে আবু গাজীর একটি ছাগল রাজনের বাড়িতে যায়। পূর্বশত্রুতার জেরে ওই ছাগলটি জবাই করেন রাজন। ছাগল জবাইয়ের বিষয়ে জানতে চাইলে ফের আবুকে খুনের হুমকিসহ নানা ভয়ভীতি দেখান তিনি। পরে বুধবার রাতে ছাগল চুরির ঘটনায় আবু গাজী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রাজনের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বুধবারে রাতে রেজাউল করিম রাজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।