অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১০ আগস্ট ২০২২
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন

স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার। এছাড়া মামলায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন, নারায়ণ চন্দ্র দাস, গোয়েন্দা শাখার এসআই হাবিবুর রহমান, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ও তার সহযোগী মো. সৈকতকেও আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে এ মামলার আবেদন করা হয়। অভিযোগে তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চেয়ে ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তা দিয়ে নালিশি ঘটনা তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে ও আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইউসুফ আলমগীর চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

গত ২২ জুলাই রাজধানীর বিজয়নগর থেকে জাকির হোসেন জসিমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ফেনী শহরের রামপুরের বাসা থেকে পিস্তল, গুলি ও ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। মামলার পর থেকে জেলা বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘটনাটি সাজানো বলে দাবি করা হয়।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।