সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকচাপায় সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৮ আগস্ট ২০২২
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম নবী মারা যান। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক কালের খবর পত্রিকার সহ-সম্পাদক ছিলেন।

আহতরা হলেন, দুপচাঁচিয়ার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সীগঞ্জের ধীরাজ এবং কাহালু উপজেলার বেলাল হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে গোলাম নবী মারা যান। গোলাম নবীর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।