বিদেশি সাহায্য নিতে শেখ হাসিনা কাউকে দায়িত্ব দেননি: শ ম রেজাউল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২০ আগস্ট ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

অন্য দেশের সাহায্য নিতে আওয়ামী লীগ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দল। এ দল মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ।

শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের ব্যাখ্যা চাওয়া নিয়ে মন্ত্রী বলেন, যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা কোনোভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান শ ম রেজাউল করিম। এ সময় গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।