চট্টগ্রামে শিবিরের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৮ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে হাতবোমা, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ শাখা শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মী ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে নগরীর চকবাজার থানায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী জানান, অভিযান শেষে রাতে চকবাজার থানার দুই এসআই আলমগীর ও ইউনুস মিয়া বাদী হয়ে মামলা চারটি দায়ের করেন। তদন্তে কোনো শিক্ষকের নাম এলে তাদেরও আসামি করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় চার ঘণ্টা ধরে কলেজের শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে যৌথ অভিযান চালায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি ও চকবাজার থানা পুলিশ।
অভিযানে ছয়টি হাতবোমা, ১৬টি কিরিচ, প্রায় তিন কেজি গানপাউডার, ২৫টি পটকা, ৩৫টি জর্দ্দার কৌটা, কাচের বোতল, টেপসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মহিউদ্দিন মাসুমকে (২৮) আটক করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।