রাত ১০টার মধ্যে ব্যাংক কর্মকর্তাকে ঘুমানোর নির্দেশের চিঠি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৪ আগস্ট ২০২২

ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা সম্বলিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রূপালী ব্যাংকের জয়নগর শাখার ম্যানেজার স্বাক্ষরিত চিঠিটি জাগো নিউজের হাতে আসে।

ওই চিঠিতে লেখা হয়, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, স্বপন সিকদার নামের ব্যাংকের এক সিনিয়র অফিসার আমার স্বাক্ষর জাল করে মো. শহিদুল ইসলামকে এ চিঠি পাঠিয়ে দেন। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। পরে বিষয়টি জানাজানি হলে তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে স্বপন সিকদার ও মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেদী হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।